Posts

Showing posts from March, 2020

প্রেমের কবিতা - ১২

Image
১. হয়তো বৃষ্টি শব্দ হয়নি একটুও কিন্তু ঘাস ভিজেছিল প্রেইরীর ছায়া জড়ানো আদরগাড়ি, নিঝুম চাকা দেখে জুনের দুপুর বলেছিল, আদর খাবি? ২. এদিকে প্রকৃতি এখনও নির্মল দূষণ পারেনি ছুঁতে মানুষের জন্মদিন আমার প্রিয় নদী কুন্তি কি অচিরেই অর্থের সংকোচ ঘটিয়ে নালা হয়ে গেছে তবু বিশেষ দিনে কাঁচজলে ঢেউ ওঠে পালকির মতো দুলে ওঠে পারের সবুজ আমাকে মনে করাই জন্ম হয়েছিল যার বহুদিন আগে, আজ তার জন্মান্তরের দিন