আমার সম্পর্কে

আমি সাঁঝ। পোশাকি নাম সীমা ঘোষ দে। কবিতা আমার প্রকাশ। নিজের ব্যক্তিগত বিষণ্ণতা বুনে রাখি শব্দ দিয়ে। সুখে-দুঃখে আনন্দে উৎসবে যখন বিহ্বল হয়ে পড়ি জীবনের সমস্ত কেজো দরজা জানালা বন্ধ হয়ে যায় তখন আমার ভিতর লুক্কায়িত এক অন্তঃজানালা খুলে যায়। অনুভবে সৃষ্টি হয় এক কাল্পনিক জগৎ। এই জগতই আমার কবিতা, আমার বিচরণ ক্ষেত্র। কবিতার ঈশ্বরকে অন্বেষণ করে চলেছি বহুদিন। আমার কবিতা প্রকাশিত হয়েছে বিভিন্ন ছাপা পত্র-পত্রিকায় এবং ই- ম্যাগাজিনে। আমার প্রকাশিত তিনটি বই হলো- 'যুদ্ধনদী এবং অনন্য'(২০১৭) 'ধানসিঁড়ি'(২০১৯) 'বাতাস-পুরুষ'(২০১৯)। পাশাপাশি আমার অন্য সব লেখা পাঠকের জন্য তুলে রাখি এই ব্লগে। কবিতা প্রেমী পাঠকদের স্পর্শ পাক এই টুকুই চাওয়া।






Comments

Popular posts from this blog

পাখির কাছে স্বীকারোক্তি

বিচ্ছেদের কবিতা

ভাঙন

বিষণ্ণতার গল্প

কবিতা

আধুনিক কবিতাগুচ্ছ

লক্ষ্মী ঝাঁপির ধান

গুচ্ছ কবিতা

প্রেমের কবিতা