ভাঙন



ভাঙন

১.

সময় ভেঙে দিলে নতুন করে গড়ে নেওয়া যায়

যেমন নদী এক কূল ভাঙে অন্য কূল গড়ে।

সবচেয়ে কাছের মানুষটি ভেঙে দিয়ে গেলে

মানুষ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে,

আর কখনও নিজেকে গুছিয়ে নিতে পারে না!

আমৃত্যু ওই‌ ভাঙাচোরা টুকরোগুলো নাড়াচাড়া করে

আর ক্ষত বিক্ষত হয়।


২.

ভালোবেসে বেঁচেছিল যে সাদা পাখি সে এখন বহুদূর উড়ে গেছে কালো মেঘের ভিতর। তাঁর ডানায় লেপটে গেছে দিনান্তের অস্ফুট অন্ধকার! 


৩.

ছায়া থেকে সরে যাচ্ছি

সরে যাচ্ছি রোদের দিকে খাদের দিকে

পিছু ডাক আসবে না জানি

তবু পিছু টান রয়েই যায়।



Comments

  1. তিনটি কবিতাতেই পিছুটান অনুভূত হয়েছে। কাছের মানুষের আঘাত অবশ্যই প্রচন্ডভাবে মনে লাগে, কিন্তু কোনদিন আলোচনা হয়না, যে আঘাত দেয় সেই আঘাত টা হয়ত তার ও অনুভূত হয়। ভাঙ্গনের কবিতার মতই তিনটিই বিষাদরসে পরিপূর্ন।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

পাখির কাছে স্বীকারোক্তি

বিচ্ছেদের কবিতা

বিষণ্ণতার গল্প

কবিতা

আধুনিক কবিতাগুচ্ছ

লক্ষ্মী ঝাঁপির ধান

গুচ্ছ কবিতা

প্রেমের কবিতা