Posts

Showing posts from June, 2021

ত্রিকোণ প্রেমের কবিতা

Image
  পপ্রথা ভেঙে প্রথা ভেঙে সত্য যাচাই করিনি আমি। তুই মিথ্যেও বলিসনি কখনও। এই সত্য মিথ্যার মাঝেই আমাদের একটা প্রথাগত গোলক ছিল, রঙবাহারি পাতার মতো যার রঙ বদলে যেত। সময় সময় দুজনেই হেসেছি আবার অসময়ে কেঁদেছিও দুজনে একসাথে ভেবেছি জীবন এইটুকুই কিন্তু গোলকের বাইরের পৃথিবীটাও গোল সেখানে আর একটি হাসমুখ মেয়ে তোর জন্যে সবুজ ঘাসের আসন বোনে, নীল রঙের প্রজাপতি উড়িয়ে দেয় তোর চশমার কৌটো থেকে আমি তার খবর রাখিনি, ভেবেছি গোলকের বাইরেটা ধূসর, বিচ্ছিরি। একদিন আচমকা কপাট খুলে মুখ বাড়িয়ে দেখলাম তোর ঠোঁটের ওপর, বুকের ওপর, কত পলকা রঙ উড়ে এসে পড়ছে আর হাওয়ার সাথে সাথে পাল্লা দিয়ে তুই রঙিন প্রজাপতির মতো হো হো করে হাসছিস! তখন মনে হলো প্রথা ভাঙাই আসল জীবন।