Posts

Showing posts from November, 2022

সেলসম্যান

সেলসম্যান অলি গলি এপাড়া ওপাড়া পেরিয়ে অন্ধকার ঘুরপথে এসে দরজা ঠক ঠক করলো মিথ্যে, তুমি এক দৌড়ে কপাট খুললে, হাসি হাসি মুখে নিয়ে গেলে অন্দরে। স্কেলের মতো সোজা একহাত কংক্রীটের পথ পেরিয়ে সূর্যকে মাথায় নিয়ে এলো সত্য, একটানা কলিং বেল বাজালো অথচ তুমি দরজা খুললে না! বললে, 'সেলস ম্যান'! তবু অনন্তকাল নীরবে 'ও' দরজায় দাড়িয়ে রইলো তোমার জেগে ওঠার অপেক্ষায়।