Posts

Showing posts from December, 2019

গুচ্ছ কবিতা

Image
বর্গী এল গ্রামের কাঁচা রাস্তা ভোট চেনে না শুধু বোঝে নির্বাচনী উৎসব এলে সেরে ওঠে নতুন মোরামে খেত মজুর কেজো প্রার্থী চেনে না , বোঝে ফসল ফললেই ভরবে মরাই । সময় চলে যায়। রাজনীতির ধর্ম বদলায় হারান মন্ডল ভোট বুথে গিয়ে দেখে তার ফসল ফলানোর অস্ত্র নেই, এক খানিও ধানের শীষ অবশিষ্ট নেই বোতাম মেশিনে। জোট বেঁধে ফুলে ফুলে ছেয়ে গেছে তার দো ফসলা ধানি জমি তবুও বহু মজুর পঁয়ত্রিশ বছরের অভ্যাসে কুপিয়ে গেছে বন্ধ্যা মাটি, হাতে তুলে নিয়েছে কাস্তে হাতুড়ি। সে জানে রক্তে বিষ না মিশলে তার রঙ লালই থাকে। রবীন্দ্রনাথ ও না-সুখ                     রবীন্দ্রনাথ আসলে একটা আদর্শ-পাথর, মানুষ না মানুষ পরশ পাথর খোঁজে আর আমার মত না-মানুষরা আদর্শ-পাথর ! পাথরের কান আছে আর আছে কান্না ,পাথরের অন্তর নেই , ওর অন্তঃস্থলের অন্তর্গত পাষাণগুলো জমাট বাঁধা পিশাচ যেন ! রবীন্দ্রনাথ আসলে বোগাস ! যক্ষপুরীর রাজা আসলে এক পেয়ালা বিষ, উদগ্র নীলাচ যার রঙ ! রবীন্দ্রনাথ কোথাও বলেননি কিন্তু আমি জানি রাজার একটা সত্যিকারের অসুখ ছিল সেই অখুখের নাম না-সুখ , রবীন্দ্রনাথ বরাবর আমার অনুভূতিকে শীল নোড়ায় পিষেছে , যখনই ভেবেছি রত