Posts

Showing posts from November, 2020

মৃত্যু চেতনার কবিতা

Image
  শব বিয়োগ শিখছি নিরন্তর ছোটোবেলায় দাগ মুছে, এখন শোক গিলে বিয়োগ বুজছি ভীষণ ভালো জীবন থেকে আয়ু মুছলে কী পড়ে থাকে জানো? - শব শব শব জীবন মৃত্যুর কিনার জীবন মৃত্যুর কিনার আমি দেখেছি দূর অবধি জল, কোনও সাঁকো থাকে না শরীর মন এতটাই বাধ্য যেন পুতুল নাচের আসর আপন পর কেউ কোত্থাও নেই।  অদৃশ্য ঘড়ির দোলন, শশব্যস্ত কিছু ছায়া চলাফেরা করে শুধু মাঝে মাঝে চোখ কপালে ওঠে, বিকার আসে পুরোনো বিছানা খুঁজে খালি হাতে ফিরে যায়।

ফুলের কবিতা

Image
  শালুক ফুল মনে মনে একশো বার ডাকার পর তবেই তোমার জানলা অবধি আসতে পেরেছি শালুক ফুল, কাঁপা গলায় অতি ক্ষীণ স্বরে তোমাকে একটি বার ডাকতে যে আমার কত লক্ষ বছর লেগে যায় তা যদি টের পেতে অমন রূঢ়ভাবে কখনো জানলা বন্ধ করতে না। প্রিয় অ্যাডেনিয়াম অন্যের বাগানে তোমার রঙ দেখে ভেবেছিলাম এ রঙ প্রেমের, পরে যত্ন করে টবে লাগিয়ে দেখেছি দিন দিন ফিকে হয়েছে পাপড়ি, জৌলুস গেছে কমে আমার মন ভেঙে গেছে, তারপর বহুদিন মুখদর্শন করিনি তোমার। আজ সূর্য ডোবার ক্ষণে বেখেয়ালে চোখ পড়ল তোমার প্রস্ফুটিত মুখে, বুঝলুম এ রঙ উপেক্ষার তাই এত লাল !