মৃত্যু চেতনার কবিতা

 




শব


বিয়োগ শিখছি নিরন্তর

ছোটোবেলায় দাগ মুছে, এখন শোক গিলে

বিয়োগ বুজছি ভীষণ ভালো

জীবন থেকে আয়ু মুছলে কী পড়ে থাকে জানো?

- শব শব শব




জীবন মৃত্যুর কিনার


জীবন মৃত্যুর কিনার আমি দেখেছি

দূর অবধি জল, কোনও সাঁকো থাকে না

শরীর মন এতটাই বাধ্য যেন পুতুল নাচের আসর

আপন পর কেউ কোত্থাও নেই। 

অদৃশ্য ঘড়ির দোলন,

শশব্যস্ত কিছু ছায়া চলাফেরা করে শুধু

মাঝে মাঝে চোখ কপালে ওঠে, বিকার আসে

পুরোনো বিছানা খুঁজে খালি হাতে ফিরে যায়।


Comments

Popular posts from this blog

বিচ্ছেদের কবিতা

কবিতা

পাখির কাছে স্বীকারোক্তি

বিষণ্ণতার গল্প

জীবনের কবিতা

ভাঙন

আধুনিক কবিতাগুচ্ছ

প্রেমের কবিতা

বৃষ্টি কুঁড়িগুলো ফুটবে