বৃষ্টি কুঁড়িগুলো ফুটবে







বৃষ্টি কুঁড়িগুলো এবার ফুটবে ফুটবে
দিগন্তে সূর্যটা সজল হয়েছে
আমি চললাম দূ্র, ঝাপসা পথে
আষাঢ়কে পথ চিনিয়ে আনবো বলে
তুমি মাছ ধরতে যাওয়ার আগে বর্ষাতি নিও

গতবার বৃষ্টিতে ভিজে সে কি বাড়াবাড়ি !
একটানা তিন দিন জ্বর
জ্বরের ঘোরে ভুল বকছিলে,
                     বার বার শুধু একটা নাম, মালবিকা
আমি সুজানদের ঝিঙে মাচার পিছনে
লুকিয়ে শুধু কেঁদেছি

জানি না এই মালবিকা কে?
জ্বর সেরে যাওয়ার পর
তুমি আর কখনো এই নামটা মুখে আনোনি
কিন্তু আমার ভয় করে পাছে আবার তোমার জ্বর আসে !
সেই থেকে তোমাকে তোলা কাপড়ের মতো আগলে রাখি

জানি একমাত্র জ্বর ছাড়া কেউ তোমাকে
                       আমার থেকে দূরে নিয়ে যেতে পারবে না 

Comments

Post a Comment

Popular posts from this blog

বিচ্ছেদের কবিতা

কবিতা

পাখির কাছে স্বীকারোক্তি

বিষণ্ণতার গল্প

জীবনের কবিতা

ভাঙন

আধুনিক কবিতাগুচ্ছ

প্রেমের কবিতা