Posts

Showing posts from August, 2021

প্রেমের কবিতা

Image
পাথরের প্রতি ঘৃণা করো আমাকে ঘৃণা করো ততক্ষন যতক্ষণ না আমি রক্তাক্ত ডালিম হয়ে উঠি আঘাত করো আমাকে আঘাত করো ততক্ষণ যতক্ষণ না আমি সাম্প্রদায়িক দেশ হয়ে উঠি না হলে তুমিই বা কেমন পাথর আর আমিই বা কেমন প্রেমিকা! শাওন পথ চেয়ে চেয়ে ভেসে গেল তীর তাই চোখের পথে ভারী বর্ষণ আজ তুমি সামলে হেঁটো পথ নইলে টলে যাবে পা পিঞ্জর বিনিদ্র রাত তোমার বুকে জেগে থাকি তুমি টের পাও না ! অশ্রু আমার ঝরে যায় ধুলোর মতো তোমারই বুকে, তুমি টের পাও না! অথচ ভোরের আলো ফুটলে আমি অন্ধ হয়ে যাই পথের খোঁজে হারিয়ে যাই তোমার পাঁজরে পাঁজরে কন্টকাভিসার তোমার দুয়ারে কাঁটাগাছ জানি, আমার প্রবেশ নিষিদ্ধ করতে কিন্তু এ চরণ অবাধ্য, শৌখিন আলতার চেয়েও এর তোমার উঠোনের রক্তই প্রিয় প্রকৃতি ও পুরুষ যে পুরুষ, নারীর ভালোবাসায় হারাতে ভয় পায় তাকে প্রকৃতি ছেড়ে গেছে যে পুরুষ, ক্রন্দনরতা নারীর অশ্রু স্পর্শ করতে কুন্ঠিত তাকে নদী ছেড়ে গেছে যে পুরুষ, শীতার্ত নারীকে ওম দিতে পিছুপা হয় তাকে আগুনও ছেড়ে গেছে তার জন্য শুধু অপলক অতিকায় রাত গন্ধশূন্য আমি যা ভাবি, আমার আগে অন্য কেউ পূরণ করে এইভাবেই আমার স্বপ্নে বানানো ব