Posts

Showing posts from March, 2022

মুখ

Image
  মন খারাপের ছায়া পড়ল সন্ধেবেলার রঙে। ফুলেরা ব্যথার পাপড়ি এলিয়ে দিল সহজিয়া বাতাসে।পদ্মপাতায় দ্বিধা টলমল করে উঠল জলের মতো।পাখিরা প্রতিদিন ফিরে যায় এই পথেই এই সময়, যেখানে বহুদিন আমি থেমে গেছি। সাঁঝবেলার এই টুকরো টুকরো কাঁপনগুলোর মাঝে তোমার মুখ একমাত্র স্থায়ী হয়ে গেছে।