মুখ

 


মন খারাপের ছায়া পড়ল সন্ধেবেলার রঙে। ফুলেরা ব্যথার পাপড়ি এলিয়ে দিল সহজিয়া বাতাসে।পদ্মপাতায় দ্বিধা টলমল করে উঠল জলের মতো।পাখিরা প্রতিদিন ফিরে যায় এই পথেই এই সময়, যেখানে বহুদিন আমি থেমে গেছি। সাঁঝবেলার এই টুকরো টুকরো কাঁপনগুলোর মাঝে তোমার মুখ একমাত্র স্থায়ী হয়ে গেছে।

Comments

Popular posts from this blog

বিচ্ছেদের কবিতা

কবিতা

পাখির কাছে স্বীকারোক্তি

বিষণ্ণতার গল্প

জীবনের কবিতা

ভাঙন

আধুনিক কবিতাগুচ্ছ

প্রেমের কবিতা

বৃষ্টি কুঁড়িগুলো ফুটবে