Posts

Showing posts from April, 2021

জন্মদিনের কবিতা

Image
শুভেচ্ছা জন্মদিনের চাঁদ, সব আলো, সব ভালো মেঘের ভিতর ডুবে গেলে সর্বশেষ, আমার শুভেচ্ছা নিও নৈঃশব্দ্য দীর্ঘ হলে যখন মাথা ব্যথা শুরু হয় তোমাকে ব্যঙ্গ করে আয়নাও হেসে ওঠে তখন জোনাকির ক্ষীণ আলোয়  নিজের মুখোমুখি হয়ো দেখবে, সব আলো ভালো না সব পাপ কালো না জন্মদিনের সব প্রিয় ঘুমিয়ে গেলে সব ফুল ক্লান্তিতে নুইয়ে গেলে সর্বশেষ, আমার শুভেচ্ছা নিও

আধুনিক কবিতা

Image
 ব্যক্তিগত যে সংকট গভীর তার আগেকার মুহূর্ত  গুম হয়ে থাকে, ঘাসে ঘাসে কারা যেন সেইসব ভীতিকথা শুধু আমাকেই শুনিয়ে যায় মৃত্যু আমি দেখেছি, শরীর ছুঁয়ে বয়ে গেছেশীতল স্রোত স্রোত ফিরে গেলে শুধু জার পড়ে থাকে। 'ভ' ছোটোবেলায় 'ভ' শিখতে আমার অনেক বেশি সময় লেগেছিল। আবছা স্মৃতিতে মনে আছে প্রথমে 'অ' লিখে নেওয়ার পর আগে তার হাতল মুছতাম তারপর গলার কাছটা মুছে উল্টে দেওয়ার চেষ্টা করতাম। এইভাবেই শিখেছি 'ভ'। এখনও পর্যন্ত  'বর্ণপরিচয়' বই এর মতো সুন্দর করে 'ভ' লিখতে আমি শিখিনি। শুধু চিনেছি বর্ণটাকে গভীরভাবে, সরলার্থে জেনেছি 'ভ' মানে ভয়, 'ভ' মানে ভালোবাসা। মর্মার্থ, ভালোবাসাতে ভয় অথবা ভালোবাসা হারাতে।