Posts

Showing posts from December, 2022

চিরন্তন

চিরন্তন ১. মানুষ অনুভূতি থেকে যে কথা দেয় একদিন যুক্তির দ্বারা সে সমস্ত কথা ভেঙে টুকরো টুকরো করে দেয় তাহলে অনুভূতি কি খুবই আপেক্ষিক? যা সহজেই মরশুম বাতাসের মতো বদলে যায়! চিরকালীন বলে কিছুই কি নেই? ২. মানুষ ফুলের পাপড়ির মতো আলতো করে যে হৃদয় স্পর্শ করে, একদিন সেই বুকেই ধারালো কুঠার পুঁতে দেয়! এই নির্মম সত্য আমি সহজে জেনেছি। তুমিও একটা একটা করে জমানো সমস্ত পেরেক পুঁতে দিও আমার বুকের বামপাশে, আমি শব্দ করবো না! শুধু অনুরোধ, ওইখানেই তোমার যে ছবিখানি যত্নে রেখেছি এতকাল সেটিকে অবিকৃত রেখো।

অশ্রু সরোবর

 অশ্রু সরোবর ১. প্রচণ্ড ভিড়েও কি নিদারুণ একা হয়ে যায়! চারপাশে অজস্র মানুষ, কত আলো, কত হাসি তবু চোখ ছলকে ওঠে। অশ্রু গোপন করাও এক শিল্প, সকলে পারে না চোখ ভেঙে বেরিয়ে আসা জলকে ঝরতে না দিয়ে আবার চোখের মধ্যেই বিলীন করে দিতে। যারা এটা পারেন ঈশ্বর তাদের নামেই একটি চিরকালীন অশ্রু সরোবর লিখে দেন ! জানবেন দক্ষ মানুষেরা চিরকাল লৌকিকতার আড়ালে একটি টলমলে দীর্ঘশ্বাস চাপা রাখে। ২. জলন্ত সূর্যও একসময় নিস্তেজ হয়ে আসে নরম মোমের মতো গলে যায় প্রশ্রয় পেলে শুধু এ হৃদয় পোড়ে অনন্তকাল এক বিচ্ছেদে ; অশ্রু অন্তহীন! ৩. মৃত্যুর অপেক্ষায় পাথর সাজিয়েছি থরে থরে সুদৃশ্য পাহাড় তৈরী হয়েছে তবু মৃত্যু আসেনি অশ্রু দিয়ে একখানি ঝর্ণা গড়ে দিতে পারলেই আমার ছুটি এই নশ্বর পৃথিবী থেকে তুমি এই পাহাড়ের কোলেই ঘর বেঁধো সময় পেলে আর একবার ঝর্ণার জলে আমার পায়ের পাশে পা ডুবিও