চিরন্তন

চিরন্তন


১.

মানুষ অনুভূতি থেকে যে কথা দেয় একদিন যুক্তির দ্বারা সে সমস্ত কথা ভেঙে টুকরো টুকরো করে দেয় তাহলে অনুভূতি কি খুবই আপেক্ষিক? যা সহজেই মরশুম বাতাসের মতো বদলে যায়! চিরকালীন বলে কিছুই কি নেই?


২.

মানুষ ফুলের পাপড়ির মতো আলতো করে যে হৃদয় স্পর্শ করে, একদিন সেই বুকেই ধারালো কুঠার পুঁতে দেয়! এই নির্মম সত্য আমি সহজে জেনেছি। তুমিও একটা একটা করে জমানো সমস্ত পেরেক পুঁতে দিও আমার বুকের বামপাশে, আমি শব্দ করবো না! শুধু অনুরোধ, ওইখানেই তোমার যে ছবিখানি যত্নে রেখেছি এতকাল সেটিকে অবিকৃত রেখো।





Comments

Popular posts from this blog

বিচ্ছেদের কবিতা

কবিতা

পাখির কাছে স্বীকারোক্তি

বিষণ্ণতার গল্প

জীবনের কবিতা

ভাঙন

আধুনিক কবিতাগুচ্ছ

প্রেমের কবিতা

বৃষ্টি কুঁড়িগুলো ফুটবে