অশ্রু সরোবর

 অশ্রু সরোবর


১.

প্রচণ্ড ভিড়েও কি নিদারুণ একা হয়ে যায়! চারপাশে অজস্র মানুষ, কত আলো, কত হাসি তবু চোখ ছলকে ওঠে। অশ্রু গোপন করাও এক শিল্প, সকলে পারে না চোখ ভেঙে বেরিয়ে আসা জলকে ঝরতে না দিয়ে আবার চোখের মধ্যেই বিলীন করে দিতে। যারা এটা পারেন ঈশ্বর তাদের নামেই একটি চিরকালীন অশ্রু সরোবর লিখে দেন ! জানবেন দক্ষ মানুষেরা চিরকাল লৌকিকতার আড়ালে একটি টলমলে দীর্ঘশ্বাস চাপা রাখে।


২.

জলন্ত সূর্যও একসময় নিস্তেজ হয়ে আসে

নরম মোমের মতো গলে যায় প্রশ্রয় পেলে

শুধু এ হৃদয় পোড়ে অনন্তকাল

এক বিচ্ছেদে ;

অশ্রু অন্তহীন!


৩.

মৃত্যুর অপেক্ষায় পাথর সাজিয়েছি থরে থরে

সুদৃশ্য পাহাড় তৈরী হয়েছে তবু মৃত্যু আসেনি

অশ্রু দিয়ে একখানি ঝর্ণা গড়ে দিতে পারলেই

আমার ছুটি এই নশ্বর পৃথিবী থেকে

তুমি এই পাহাড়ের কোলেই ঘর বেঁধো

সময় পেলে আর একবার ঝর্ণার জলে

আমার পায়ের পাশে পা ডুবিও



Comments

Popular posts from this blog

পাখির কাছে স্বীকারোক্তি

বিচ্ছেদের কবিতা

ভাঙন

বিষণ্ণতার গল্প

কবিতা

আধুনিক কবিতাগুচ্ছ

লক্ষ্মী ঝাঁপির ধান

গুচ্ছ কবিতা

প্রেমের কবিতা