Posts

Showing posts from September, 2020

জলরঙ

Image
স্বপ্ন সুখ চেয়েছিল সারসটা স্বপ্ন দেখত বিস্তীর্ণ ফসলের চারপাশে যতদূর চোখ যায় উদ্ধত শস্যের শহর প্রহরী ঘুমিয়েছে, ঘুমিয়েছে লাঠিও শুধু আমি জেগে ঘুম আসে না বলে আমাকে ভয় পায়নি সারস নির্ভয়ে প্রশ্ন করেছে, খিদে বড় না স্বপ্ন? উত্তরে শূন্য মাটির একটি কলস দেখিয়ে  আমি তাকে বলেছিলাম তৃষ্ণা বড় স্বপ্ন বুনতে না উল লাগে না কাঁটা যার চোখে যত মাটি তার স্বপ্ন তত খাঁটি  

প্রেম ও কবিতা

Image
  অদেয় যদি পারতাম সোনা বাঁধানো পুকুর ঘাট আর হিরে বসানো পদ্ম দিতাম পারিনি বলেই না বিনে পয়সার শ্যাওলা পুকুর আর হৃদয়পদ্ম রেখে গেছি কখনও পশ্চিম আকাশে দুঃখ ঘন হয়ে এলে বিকেল বেরঙ হলে দুদণ্ড বোসো গিয়ে পাপড়ি গুলো রঙ ছড়ালে জানিয়ে দিও তোমার আগুন রঙ প্রিয়। স্বগতোক্তি সংবাদপত্রে তোমার ছবি দেখলাম ইদানিং সব ছবিই দেখি, খুঁটিয়ে, জুম করে চোখের নিচের কালোটা কতখানি বেড়েছে ঠোঁটের লাল কতখানি ধুয়ে দিয়েছে বৃষ্টি সব সব দেখি বারংবার কিন্তু তোমায় বুঝতে দেবো কেন? কেন বলবো দেখেছি! কেন বলবো তোমার মুখের প্রতিটা ক্ষয় আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় আজও, আমার ঈশ্বর হাসবে না? বলবে না সব অনুভূতি দেখিয়ে দিলে ভিতরটা ফাঁকা হয়ে যায়। কার্যকারণ কারণ যাইহোক কার্যত তুমি আমার কাছে এসেছিলে, পৃথিবীর সবচেয়ে নির্বোধ গাছটাও সেদিন বুঝেছিল বসন্ত শুধু ঋতু নয় চোখের মায়াও। আমি প্রশ্ন করিনি ভেবেছি কারণ যাইহোক কার্যত তুমি আমার কাছেই এসেছ। তোমার মোটর গাড়ির চাকা ইঙ্গিতে বুঝিয়েছিল সকল উদ্দশ্যের গন্তব্য হয় না, ধুলোপথ ফিসফিস করে বলেছিল, সব আলোই ভালো না সব আঁধারই কালো না। আমি শুনিনি, বিশ্বাস করেছি কারণ যাইহোক কার্যত তুমি আমার কাছেই আসতে চেয়েছ।

আধুনিক কবিতাগুচ্ছ

Image
রিপু জন্ম কোনও বিশেষ দিন নয় তবু মনে পড়ে সুযোগ পেয়ে আলো-আঁধারে কারা যেন ছিঁড়ে নিয়েছিল নাড়ি, সেদিন থেকে বিহ্বল আমি সূঁচ সুতো দীক্ষা নিয়েছি, গ্রহণ করেছি সেলাইবৃত্তি কঠোর অনুশীলনে জেনেছি রিপু যত নিপুণ হয় সূঁচ ততই খাদক হয়ে ওঠে। আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষিত  উঠোন চেয়ে রইলো শিউলি গাছের প্রস্ফুটিত শাখার দিকে লাজুক সাদা কমলা ফুলেরাও  চোখ নামিয়ে রাখল মাটির বুকে অথচ মূঢ় আমি, সাহায্য করতে যত বার গোড়ায় দাঁড়িয়ে ঝাঁকানি দিয়েছি ততবারই ফুলের পরিবর্তে ঝরে পড়েছে পাথর।  ছায়া মানুষ প্রিয় মানুষ, উচ্চাশা নেই তোমার কাছে কারণ দীর্ঘদিন আমার ছায়ার পাশে হেঁটে যায় আরও একটি ছায়া। ছায়াটি বক্র, খতিয়ে দেখলে বোঝা যায় বাঁট সমেত একটি ছাতা কেউ ধরে রেখেছে মাথার ওপর আর রোদ থেকে বেঁচে যাচ্ছি আমি। মাঝে মাঝে বৃষ্টি ভিজব সাধ হয়, অবিচ্ছেদ্য বাঁধন খুলে আদুল পা খুঁজে নেয় ঘাসের পিঠ। ঠিক তখনি পিছু পিছু দৌড়োয় ছাতা হাতে একটি ছায়া। প্রিয় মানুষ, উচ্চাশা নেই তোমার কাছে শুধু বলার ছিল গর্ব গভীর হলে অহং মনে হয়। দরিয়া থেমে গেছি মাঝ দরিয়ায় সামনে এলোমেলো ঢেউ, অচেনা পিছনে উন্মত্ত তরঙ্গ আমার চেনা জানা দুর্বার আকর্ষণে সামনের ঢেউগুলো টানে মনে মনে ভাবি বিষ