জলরঙ


স্বপ্ন


সুখ চেয়েছিল সারসটা

স্বপ্ন দেখত বিস্তীর্ণ ফসলের

চারপাশে যতদূর চোখ যায় উদ্ধত শস্যের শহর

প্রহরী ঘুমিয়েছে, ঘুমিয়েছে লাঠিও

শুধু আমি জেগে ঘুম আসে না বলে

আমাকে ভয় পায়নি সারস

নির্ভয়ে প্রশ্ন করেছে, খিদে বড় না স্বপ্ন?

উত্তরে শূন্য মাটির একটি কলস দেখিয়ে 

আমি তাকে বলেছিলাম তৃষ্ণা বড়

স্বপ্ন বুনতে না উল লাগে না কাঁটা

যার চোখে যত মাটি তার স্বপ্ন তত খাঁটি


 

Comments

Popular posts from this blog

পাখির কাছে স্বীকারোক্তি

বিচ্ছেদের কবিতা

ভাঙন

বিষণ্ণতার গল্প

কবিতা

আধুনিক কবিতাগুচ্ছ

লক্ষ্মী ঝাঁপির ধান

গুচ্ছ কবিতা

প্রেমের কবিতা