গাছজন্ম



'বাতাস-পুরুষ' কবিতাগ্রন্থের অন্তর্গত





আমি গাছ ভালোবাসি তাই উপড়াই না
ছায়া নিই , ফুল নিই ,ফল নিই
ফল খেয়ে বীজ পুতি
তা দিয়ে আরো একটা গাছ বের হয়
এভাবেই গাছেদের ঋণ বেড়ে যায় আমার কাছে
আমি মহাজন হয়ে সুদ খাই
গাছ চিরকাল দাসত্ব করে আমার পদতলে
আমি গাছ ভালোবাসি তাই উপড়াই না
জল দিই , সার দিই , আর দিই নিরাপত্তা
নিরাপদে থাকলে গাছ অথবা পুরুষ
দুজনেই ঘুমিয়ে পড়ে











 

Comments

Popular posts from this blog

বিচ্ছেদের কবিতা

কবিতা

পাখির কাছে স্বীকারোক্তি

বিষণ্ণতার গল্প

জীবনের কবিতা

ভাঙন

আধুনিক কবিতাগুচ্ছ

প্রেমের কবিতা

বৃষ্টি কুঁড়িগুলো ফুটবে