নিবেদন

ঈশ্বর, আমার আঠাশ বছরের সমস্ত পাপ নিয়ে নতজানু হয়ে বসেছি তোমার পদতলে
আমি তোমার ভক্ত নই। যোগ আমি বুঝি না, মোক্ষ আমার চাই না
আমি ভীষণ ভাবে ভাতের গন্ধমাখা মানুষ হিসাবেই সুখী !
ভাবছো তবে কীসের দাবিতে আমি তোমার শরণাপন্ন হলাম?

ঈশ্বর তুমি শুধু একটি বর আমায় দিও
যখন সে আমার কাছে আসবে যেন আমাকেই খোঁজে
যখন সে আমাকে আদর করবে, তখন যেন কারো স্বামী নয়, কারো পিতা নয় শুধুমাত্র আমার পুরুষ হতে পারে।

ঈশ্বর আমি উত্তরণ চাই না !

আমাকে তুমি চিরকাল দেহজ আগুনে ভীষণ ভাবে পুড়িও

ঈশ্বর নির্বাক !

ঈশ্বর সাতজন্ম ধরে আমার তৃষ্ণার বুকে
জল নয়, রক্ত নয়, কেবল একটা বিদ্রুপের হাসি রেখে যায়

Comments

Popular posts from this blog

বিচ্ছেদের কবিতা

কবিতা

পাখির কাছে স্বীকারোক্তি

বিষণ্ণতার গল্প

জীবনের কবিতা

ভাঙন

আধুনিক কবিতাগুচ্ছ

প্রেমের কবিতা

বৃষ্টি কুঁড়িগুলো ফুটবে