প্রেমের কবিতা - ১




অথৈ আষাঢ়

বুকে পাথর চাপা দিয়ে রাখতে রাখতে
একদিন বুকটাও পাথর হয়ে হয়ে যায়
পাথরের খাঁজে জল জমে আর চোখের ভাঁজে বৃষ্টি
আজ আমার গোপন অশ্রুখানি
প্রকাশ্যে এল সেই ভাঁজ ভাঙা বৃষ্টির মতো
যে অশ্রুগুলো আমার একান্ত
খুব ভিতরে জমা রাখি
কেউ জানে না হদিশ
আজ মেঘ থেকে সেই ফোঁটাটা ঝরবে ঝরবে
এমন সময় জানলার কাছে উড়ে এল
একঝাঁক চড়ুই পাখি, যেন তোমার চোখ
অমনি ঢেউ ভেঙে টুপ্ করে
চোখের দুয়ার থেকে কাজল পেরিয়ে 
গালের বারান্দাময় অথৈ আষাঢ় 

Comments

Post a Comment

Popular posts from this blog

বিচ্ছেদের কবিতা

কবিতা

পাখির কাছে স্বীকারোক্তি

বিষণ্ণতার গল্প

জীবনের কবিতা

ভাঙন

আধুনিক কবিতাগুচ্ছ

প্রেমের কবিতা

বৃষ্টি কুঁড়িগুলো ফুটবে