কান্নায় ভাঙি কাপ প্লেট


আমার ভিতরে একটা জল ভর্তি বোতল থাকে
তুমি তৃষ্ণার্ত জেনে খুলে দিয়েছি বোতলের মুখ
গড়িয়ে পড়েছে সব জল তোমার খালি বোতলে
এখন নিঃস্ব আমি। আমাকে পানীয় জল চেও না
শূণ্যতা ঢাকতে ঘাস বসিয়েছি কলিজায়
ঘাসে ফুল হয়েছে ছোটো ছোটো, ওদের মুখ
তারাদের মতো প্রজ্জ্বল তবুও শূণ্যতা ঢাকা পড়েনি
শুধু রঙ বদলেছে বিশ্বাসের, বিশ্বাসের রঙ কালো হলে
তার আদল হয় অপরিচিতের ন্যায়
অপরিচিতকে সহজে ভরোসা করা যায় না
সর্বদা মনে হয় কি জানি ভিতরে কী আছে !
প্রকাণ্ড মৃত্যু -গহ্বর কিংবা জালি-মেঘ

আমি কান্নায় ভাঙি কাপ প্লেট, দ্বিধায় ভাঙি বাঁধ
ভরোসা, বৃষ্টি হয়ে ঝরে পড়ুক, বন্যায় ডুবুক ছাদ

Comments

Post a Comment

Popular posts from this blog

বিচ্ছেদের কবিতা

কবিতা

পাখির কাছে স্বীকারোক্তি

বিষণ্ণতার গল্প

জীবনের কবিতা

ভাঙন

আধুনিক কবিতাগুচ্ছ

প্রেমের কবিতা

বৃষ্টি কুঁড়িগুলো ফুটবে