সংসার ভাঙার আঙুল










অসংখ্য ডালপালা যুক্ত আটত্রিশ বছরের একটা প্রকান্ড পাকুড় গাছ , আমি তার ডালে বাদুড়ের মত উল্টো দিকে ঝুলে থাকতে থাকতে ক্রমশ অসহায় হয়ে পড়ছি

কিছুতেই বুঝতে পারছি না আত্মসম্মান টিকিয়ে মাথা উঁচু করে বাঁচবো , নাকি মাথা মুড়িয়ে দু-পায়ে শক্ত করে আঁকড়ে ধরবো মাটি

দুহাতে পাপ বাড়ছে

আমার হাতের আঙুলে লেগে রয়েছে সংসার ভাঙার রক্ত


Comments

Popular posts from this blog

বিচ্ছেদের কবিতা

কবিতা

পাখির কাছে স্বীকারোক্তি

বিষণ্ণতার গল্প

জীবনের কবিতা

ভাঙন

আধুনিক কবিতাগুচ্ছ

প্রেমের কবিতা

বৃষ্টি কুঁড়িগুলো ফুটবে