আবৃত্তির কবিতা - ৩






পৃথিবী, আমি একটুও অবাক হচ্ছি না
তোমার লোলুপতায়
তুমি সর্বগ্রাসী, একে একে কেড়ে নাও
সমস্ত সরল মানুষগুলোকে টোপ দিয়ে
হ্যালোজেন ফেলে ঢেকে দাও ফুলের ব্যক্তিগত শুচিতা
যে মানুষগুলো ভালোবাসতো হাসতে
তারা আজ মঞ্চে দাঁড়িয়ে হি হি করছে
যে মানুষগুলো ভালোবাসতো
একান্তে গুমরে কাঁদতে
তারা আজ মিটিংএ মিছিলে খুব ক্লান্ত

পৃথিবী, কী পাও তুমি?
সৃজনশীল বিষণ্ণ মানুষগুলোকে
কাপ-প্লেটের লোভ দেখিয়ে !
যে মানুষগুলো গান গাইতো বেসুরো
কবিতা লিখতো ধান ক্ষেতের ছায়ায়
তারা আজ ভীষণ ভিড়ে হারিয়ে যাচ্ছে
হাততালি, সভা, গ্ল্যামার কেড়ে নিচ্ছে
আমার প্রিয় বন্ধু, প্রিয় প্রেমিক

পৃথিবী, এখনো বলছি, সাবধান ! তফাৎ যাও !
আমার হাতে আঁশ বঁটি, ওদের ছুঁলে এক কোপে
ল্যাজা মুড়ো আলাদা করে দেবো।

Comments

  1. সঠিক কথা। আজ চারিপাশে সুযোগ বড্ড বেশি, কিন্তু তার ফলে প্রতিভা না ঠিকভাবে বিকশিত হচ্ছে, না হচ্ছে তার সঠিক মূল্যায়ন। কেবল কয়েকজন মুষ্টিমেয় আপনার মত, নিজের প্রতিভার প্রতি সবিচার করতে পারছেন। খুব ভাল লাগলো পড়ে।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

বিচ্ছেদের কবিতা

কবিতা

পাখির কাছে স্বীকারোক্তি

বিষণ্ণতার গল্প

জীবনের কবিতা

ভাঙন

আধুনিক কবিতাগুচ্ছ

প্রেমের কবিতা

বৃষ্টি কুঁড়িগুলো ফুটবে