গুচ্ছ কবিতা ( গদ্য কবিতা)





















ইগো



ইগো একটি অতিকায় মাছ
সুযোগ পেয়েই গিলে নিলো
                                 সম্পর্কটাকে

চেনা ডাক, পোষা রাগ
সব বঁড়শি সুদ্ধ গিলে খেল
তুমি আর আমি পাড়ে দাড়িয়ে
জল খেলিয়ে খেলিয়ে সাহায্য করলাম
ও খেয়ে গেল আমাদের অতীতের গাছ
বর্তমানের ফুল, ভবিষ্যতের ফল





বেপথে



গ্রাম-শহর কোনো পুকুরেই
                                        স্রোত থাকে না
আমি গ্রামের কিন্তু স্রোত তুলেছি অবাধে
ঝাঁপিয়ে পড়তাম উঁচু টিলা থেকে জলের ওপর
একটা ঢেউ আঘাত পেলেই
                                    নিমেষে বহু হয়ে যেত
আমার বেহায়াপনায় পুকুর ভেঙেছে পাড়
                             বইয়ে দিয়েছে জল
           তাই শিখেছি একটাই জীবন
তোলপাড় করতে জানলে স্রোত উঠবে
        বিভোর হয়ে হাঁটলে দেখবে
     সব রাস্তাই ঘুমিয়ে গেছে





'সহজপাঠ'


যে ভালোবাসে আর যে ভালো চায়
এই দুজন মানুষকে
                       গোটা জীবনে
                                       চিনে নিতেই হয়
নয়তো তুমি জন্মান্ধ
সব পাঠ প্রকৃতি নয়
                              কিছু পাঠ চোখও দেয়

Comments

  1. তিনটি কবিতাই খুব সুন্দর। প্রত্যেকটি ভালোবাসার কবিতা এবং সহজ সরল ভাষায় অল্প কথায় বিশাল শব্দকোষ দিয়ে গেল ভাববার জন্য। আপনার অনন্যরা বোধ হয় এখানে উপস্থিত। প্রতিটা কবিতা সন্দন্ধে আলাদা মন্তব্য করি -

    ইগো

    খুব সহজভাবেই বোঝা যায় এটা আপনার আর আপনার প্রেমিকের সম্পর্ক ছিন্ন হওয়ার পরিপ্রেক্ষিতে লেখা যেখানে আপনি ও আপনার প্রেমিক দুজনেই দায়ী বলে আপনি মনে করেন। যদিও প্রেমিকের প্রতি আপনার প্রচুর টান রয়ে গেছে বলে শেষ লাইনে বোঝা গেছে।
    যদিও আগে দেখেছি আপনি তৃতীয় পুরুষে প্রথম পুরুষের সম্বন্ধে লিখতে পারেন। এ কি প্রথম পুরুষে তৃতীয় কোন ব্যক্তিদের সম্পর্কে লেখা?

    বেহায়া

    এটি আপনার নিজের সম্পর্কে লেখা কবিতা, নিজেকে ভালোবাসার কবিতা যেখানে আপনি প্রকৃতিকে সঙ্গে নিয়ে নিজের জীবনী তুলে ধরেছেন অবলীলায়।

    সহজপাঠ

    এই কবিতায় আপনার দুই অনন্য উপস্থিত। খুব সরল একটি কবিতা যেটি একটা সহজ বাণী দেয় যার থেকে সবার শিক্ষা নেওয়া উচিত।
    শেষ লাইনে শেষ শব্দটা কি "দেয়" হবে?

    তিনটি ভালোবাসার কবিতাই দুর্ধর্ষ ভাবে উপস্থাপিত হয়েছে। এরকম আরও কবিতার আশা রাখি।
    ভাল থাকবেন। সুখে থাকবেন। লিখতে থাকবেন।

    ReplyDelete
  2. অসংখ্য ধন্যবাদ

    কবিতাগুলো সবই কল্পনা ও মানসলোকের ফসল এতো ঘটনা আমার ব্যক্তিজীবনে নেই, আমার ব্যক্তিজীবন সাদামাটা। 'অনন্য' আমার কল্পজাত..😊😊

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

বিচ্ছেদের কবিতা

কবিতা

পাখির কাছে স্বীকারোক্তি

বিষণ্ণতার গল্প

জীবনের কবিতা

ভাঙন

আধুনিক কবিতাগুচ্ছ

প্রেমের কবিতা

বৃষ্টি কুঁড়িগুলো ফুটবে