আধুনিক গুচ্ছ কবিতা





কবিতা কী?

সেটা কবিতাকেই ঠিক করতে দাও
তুমি শুধু পড়ে যাও
ব্যথায় প্রলেপ পড়লে নাম দিও মলম
মনে পুলক জাগলে আনন্দ ভেবো
প্রাণে সুর জাগালে গান বলেই ডেকো
যদি শব্দের ঝনঝনানি কনকনানিতে
মাথা ব্যথা করে হেলমেট পরে নিও
যদি আঁধার লাগে ঘন জলের মতো
মনে হয় বিমূর্ত, ছুঁতে পারছি না কিছুতেই
তবুও তলিয়ে যাচ্ছি
তাহলে অশরীরী বলে জেনো






পরিপূরক

মানুষের যন্ত্রনা তীব্র তাই যত্ন লাগে
ঘুম আসে প্রতিরাতে
                               দুহাতে শুশ্রূষা
আমাদের যত্ন নেয়
মাথার বালিসে পুরে দেয় আরাম
আরাম পেলে কোল চায় না কেউই
হিংস্র ছাল খুলে রেখে জন্তুও শুয়ে পড়ে
তাই দিনে আঘাত পেতে ভয় নেই
ব্যথাদের বিরাম দিতে
রাতে ঘুমের অফিস খোলা





প্রকৃতি

পাখিটা,
টিপেছে ট্রিগার, ছুঁড়েছে গুলি
জখমি বহেড়া
                      নিহত ফুলগুলি

প্রজাপতি,
      বেচেছে খামার
             ছেড়েছে বাড়ি
                      বাতাসে বারুদ ওড়ে
                                    বনেতে মহামারি                 
ওরা মুনাফালোভী,
চোরা পথে কেটেছে গাছ
                                 ধরেছে মাছ

প্রকৃতি এতোই বোকা        বোঝেনি তাই

জলে যুদ্ধ জাহাজ             স্থলে ধাপ্পাবাজ



শিকড়

গাছেদের মন খারাপ হলে
                           আমার শ্বাসকষ্ট বাড়ে
বন্ধ দুয়ার খুলে দিই
      হাঁসগুলো ফিরে আসে ঘরে
ঠোঁটে করে বয়ে আনে
                 গুগলি আর কলমি শাকের স্বাদ
         পালকে তখনো বাহিরের গন্ধ
 বুকে জলের শব্দ অগাধ

বিকেল ফুরোয়, বিষণ্ন চরাচর
গাছগুলো কাঁদে, ভিজে যায় মাটি
বাগান সাজাতে চেয়ে মৃত্যু কেন ডাকি?
       




Comments

  1. পাঠক হিসেবে আপনার মত কবিকে যদি ঠিকঠাক চিনে উঠতে পারি তবে বলব প্রথম দুটো কবিতা লিখে আপনার নিজের ও সেরকম তৃপ্তি হয়নি। ওগুলো যেন কাউকে খুশি করার জন্য লেখা। যদিও দ্বিতীয় কবিতার শেষ লাইনটি আপনার অনবদ্য লেগেছে। প্রথম কবিতাটা - অশরীরী।
    তৃতীয় কবিতায় প্রকৃতির সঙ্গে আপনার প্রেম যেন জীবনানন্দ র মত তীব্র হয়ে উঠেছে। তার সঙ্গে প্রথম দুটি কবিতার ছায়া কিন্তু রয়ে গেছে। যদিও এসেছে আপনার এক অনন্য এর পদশব্দ।
    চতুর্থ কবিতায় আপনার পছন্দের প্রকৃতিপ্রেম মনের দ্বার খুলে বেরিয়ে এসেছে দুই ডানায় জীবনানন্দ ও বিভূতিভষণ কে সঙ্গে নিয়ে। আপনি প্রাণ খুলে উড়ে গেছেন আপনার পছন্দের আনন্দে।

    জানি না আমার অনুধাবন ঠিক কিনা, যদি না হয় তবে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে। আপনার লেখা পড়ে আমি প্রতিবার মুগ্ধ হই। এখানে হয়তো আপনার অন্যরকম কবিতার দিকটা দেখার সৌভাগ্য হল।
    এই ছবিটি যদি আপনার হয়ে থাকে তবে বলি বড় টিপের থেকে থেকে ছোট টিপে আপনাকে বেশি সুন্দর লাগে (অনধিকারচর্চার জন্য কান ধরে উঠবস করছি)। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল। ভাল থাকবেন। সুখে থাকবেন। লিখতে থাকবেন।

    ReplyDelete
  2. মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ💐

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

পাখির কাছে স্বীকারোক্তি

বিচ্ছেদের কবিতা

ভাঙন

বিষণ্ণতার গল্প

কবিতা

আধুনিক কবিতাগুচ্ছ

লক্ষ্মী ঝাঁপির ধান

গুচ্ছ কবিতা

প্রেমের কবিতা