আবৃত্তির কবিতা - ৩



আমরা অসহায়। পরিশ্রম করতে পারি খুব
নির্ভর করতে পারি আরও বেশি
কিন্তু ম্যাজিক করতে পারি না
আপন মানুষগুলো ব্যথায় শুয়ে থাকে
আমরা পায়চারি করি, দাঁতে নখ কাটি
রুমালে লুকিয়ে নিই কান্না,
কারণ দুর্বল মানুষের
                  দুর্বলতা প্রকাশেই বেশি সংকোচ
একমাএ রুমাল জানে তারা এ জীবনে কত কেঁদেছে
মনে মনে বলি এখন চিকিৎসা বড় উন্নত
সব ঠিক হয়ে যাবে
ডাক্তারের দিকে এমনভাবে চেয়ে থাকি
যেন তিনি ম্যাজিক জানেন কিংবা পাথরে পাথরে খুঁজি অন্য ম্যাজিশিয়ান
মাথা ঠুকে বলি আর কিচ্ছু চাই না শুধু এইটুকু কৃপা করো
ম্যাজিশিয়ান হাসে, ভাবে আগের বারও এক কথা বলেছিল। আমরা বড় বিধ্বস্ত
একটি ম্যাজিক শেখার স্কুল চাই
জীবনের সব শিক্ষা-সংস্কৃতি-ধর্ম কেবল ম্যাজিক রপ্ত করার জন্যই তো যেে
ম্যাজিক যা আমাদের টিকিয়ে রাখবে
মৃত্যুর আগে অথবা পরে

Comments

  1. মৃত্যুর পরে আমি বেঁচে থাকতে পারবনা কিন্তু আপনি ঠিক পারবেন। কারন মানুষ বেঁচে থাকে তার কর্ম দিয়ে বাকি মানুষদের মনে, ঠিক যেমন বেঁচে আছেন গান্ধীজি, রবীন্দ্রনাথ।
    হয়তো বেশ কয়েক বছর পরে লোকের বাড়ির বইয়ের তাকে ওই হলুদ পনেরো টা খণ্ডের পাশে শোভা দেবে আপনার কবিতার বই।
    ভাল থাকবেন। লিখতে থাকবেন।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

বিচ্ছেদের কবিতা

কবিতা

পাখির কাছে স্বীকারোক্তি

বিষণ্ণতার গল্প

জীবনের কবিতা

ভাঙন

আধুনিক কবিতাগুচ্ছ

প্রেমের কবিতা

বৃষ্টি কুঁড়িগুলো ফুটবে