বাংলা কবিতা - ৩







শিশির কথা

          
শিমূল তুলোর ভাঁজে জমানো কান্না আর
রাতের সুবাসে তারাদের আদর
এসব ছিল আমার ছাদের পুরোনো বৈশিষ্ট্য
এখন এখানে রাত বড্ড গভীর
যেন সে কখনো সকাল দেখেনি
যেন তোমার বুক ছুঁয়েছে বিষ

 পৃথিবীর সব জানলা মুখের ওপর কেউ একসাথে 
বন্ধ করে দিয়েছে সশব্দে 
রাত বাড়লে আমার বড্ড শীত করে
সত্যি-মিথ্যে কোনো রাজপুত্রই কাছে আসেনি কখনো রূপকথার চাদরখানা
কেউ জড়িয়ে দেয়নি বুকের শীত জুড়ে

তবুও স্বপ্নে দেখি তোমার চিবুক ছুঁয়েছে
আমার জুঁইফুল
প্রতি শিশিরের মৃতদেহে জমেছে বেনামী যত ভুল

তবুও স্বপ্নে দেখি তুমি মাঝি হয়েছো
প্রবল ঝঞ্ঝা অতিক্রম করে সহজেই বুকে ঢেউ তুলেছো
অভিমানি নদীটার বুকে
হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখি তুমি দূর সীমান্তের
এক সৈনিক মাত্র

Comments

  1. অসাধরন সব উপমায় ভরা এই কবিতা। প্রতিটা লাইন যেন নিজেকে তুলে ধরার চেষ্টা করছে।
    প্রথমে দুঃখ দিয়ে শুরু এই কবিতা যেন মেঘের কাছে যক্ষের কান্না। তারপরেই হঠাৎ করে ঘুমের মাঝে নন্দিনীর প্রবেশ, কেবল মাথায় রক্তকরবীর বদলে যুইফুল। আবার দুম করে স্বপ্নভঙ্গ হয়ে রাধবিরহ। এতগুলো মোচড় এ ভর্ত্তি এই কবিতা যেকোন পাঠক কে আকর্ষিত করবে।

    রূপকথা এখন আর হয়না
    আলাদিনের বাতি দেয় কান্না,
    যে মন চায় শুধু ভালোবাসা
    পায় মন নয় শুধু ভালো বাসা।

    বাচালতা র জন্য ক্ষমা প্রার্থনা করি।
    Happy Teacher's Day দিদিমনি।
    ভাল থাকবেন। সুখে থাকবেন। লিখতে থাকবেন।

    ReplyDelete
  2. অসাধরন সব উপমায় ভরা এই কবিতা। প্রতিটা লাইন যেন নিজেকে তুলে ধরার চেষ্টা করছে।
    প্রথমে দুঃখ দিয়ে শুরু এই কবিতা যেন মেঘের কাছে যক্ষের কান্না। তারপরেই হঠাৎ করে ঘুমের মাঝে নন্দিনীর প্রবেশ, কেবল মাথায় রক্তকরবীর বদলে যুইফুল। আবার দুম করে স্বপ্নভঙ্গ হয়ে রাধবিরহ। এতগুলো মোচড় এ ভর্ত্তি এই কবিতা যেকোন পাঠক কে আকর্ষিত করবে।

    রূপকথা এখন আর হয়না
    আলাদিনের বাতি দেয় কান্না,
    যে মন চায় শুধু ভালোবাসা
    পায় মন নয় শুধু ভালো বাসা।

    বাচালতা র জন্য ক্ষমা প্রার্থনা করি।
    Happy Teacher's Day দিদিমনি।
    ভাল থাকবেন। সুখে থাকবেন। লিখতে থাকবেন।

    ReplyDelete
  3. ধন্যবাদ আপনার এই অভিনব আলোচনায় কবিতাটি বহুমাত্রিক হয়ে উঠলো। আপনাকেও শুভেচ্ছা।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

পাখির কাছে স্বীকারোক্তি

বিচ্ছেদের কবিতা

ভাঙন

বিষণ্ণতার গল্প

কবিতা

আধুনিক কবিতাগুচ্ছ

লক্ষ্মী ঝাঁপির ধান

গুচ্ছ কবিতা

প্রেমের কবিতা