জলরঙের কবিতা - ২




প্রবেশ নিষেধ



শুধু অঙ্ক নয় বহু কিছুই বুঝিনি

ব্যাখ্যা ছিল তবুও শব্দগুলোতে
দরজা ছিল না, জানলা ছিল না
বাইরে দাঁড়িয়ে আছি একই ভাবে

ভিতর, তুমিও কি বাইরের পথ চেনো না?




পারলৌকিক



চাপ আমার জলবায়ু

যতদিন লড়তে পারবো 
ততদিন যুদ্ধের বর্মটা পরে থাকবো

ঢাল,তরোয়াল ক্লান্ত হবে না অবসাদে

যখন পারবো না
ক্লান্তিতে ঝুঁকে পড়বে কাঁধ,
দীর্ঘশ্বাসে উড়ে যাবে মাটি
তখনের জন্য আড়াই হাত জমি কিনে রেখেছি
আগুন শিখায়





সবজান্তা ঈশ্বর


লক্ষ্যটা স্পষ্ট, পথটাও 

শুধু যে চলবে তার মতিভ্রম
কখনও মানুষের ডাক্তার হতে চায় 
                                      কখনও গোরুর
ডাক্তারি পড়তে পড়তে
দুম করে সাইড বিজনেস চালু করলো
ঘুম বিশেষজ্ঞ হতে চেয়েছিল
পৈতৃক বাড়ি ভেঙে পনেরো দিনের মাথায়
নাইট ক্লাব খুলে ফেললো

লক্ষ্যটা দূর হলেও সূর্যের মতোই দাঁড়িয়েছিল

ভূগোল ক্লাসের টেবিলে
শুধু আমিই বুঝতে পারলাম না, সুবিধেটা ডিশ অ্যানটেনায় না কেবিলে
কখনও অভিনেতা কখনও ডিরেক্টর
আশাভঙ্গ হলেই পরে, সুতোয় বাঁধা পুতুল আমি আর তুমি, সবজান্তা ঈশ্বর 

Comments

  1. পূজোর ব্যস্ততায় মন্তব্য করতে একটু দেরী হল। তিনটি আধুনিক কবিতা। একেবারেই অন্য ধাঁচের। তবে মানে বুঝতে গিয়ে আমারও আপনার ছবির মত হাল হয়েছে।

    প্রবেশ নিষেধ

    এটা সম্ভবত কারো গল্প, কবিতা বা প্রবন্ধ পরে আপনার উপলব্ধি। আবার আলংকারিক দিক দিয়ে দেখলে এটা হয়তো কোন মানুষ ( থিম পূজোর প্যান্ডেল ও হতে পারে) সম্বন্ধে আপনার ধারণা। লেখার বাঁধুনি দূর্ধর্ষ। এবং শেষ লাইন এ আপনার মোচড়।

    পারলৌকিক

    এটা কি খাতা দেখার চাপ না কি সাংসারিক ঝামেলা (আশা করি তা যেন না হয়) সম্বন্ধে আপনার মনের কথা? " দীর্ঘশ্বাসে উরে যাবে মাটি" (লাইনটা একটু ফিল্মি হয়ে গেল)।
    তবে আড়াই হাত জমির কথা যেকোন পাঠকের মন খারাপ করবে। ওরকম বলবেন না দয়া করে। লেখাটি সম্পুর্ন বাস্তবকে তুলে ধরা।

    সবজান্তা ঈশ্বর

    কার সম্পর্কে এটি লেখা জানি না নাকি আপনার মানসলোকের কোন চরিত্র, তবে লেখাটি খুব সুন্দরভাবে পরিবেশিত। উপমাগুলো শুধু যথাযথই নয়, একদম অসামান্য।

    তিনটি কবিতাই সুন্দর। যদি কোন অনধিকারচর্চা করে থাকি মার্জনা করবেন বা শাসন করবেন যাতে পরবর্তী কালে এই কুকর্ম না করি।
    ভালোভাবে পূজো কাটাচ্ছেন আশা করি। ভাল থাকবেন। সুস্থ থাকবেন। লিখতে থাকবেন।

    ReplyDelete
    Replies
    1. আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে। শুভ বিজয়া।

      Delete

Post a Comment

Popular posts from this blog

বিচ্ছেদের কবিতা

কবিতা

পাখির কাছে স্বীকারোক্তি

বিষণ্ণতার গল্প

জীবনের কবিতা

ভাঙন

আধুনিক কবিতাগুচ্ছ

প্রেমের কবিতা

বৃষ্টি কুঁড়িগুলো ফুটবে