প্রেমের কবিতা - ৬



এক গুচ্ছ প্রেমের কবিতা



১.
এখন যুদ্ধকালীন পরিস্থিতি
ধর্ম আর আমাদের ধারণ করে না
ধর্ম শুধু শেখায় বিধর্মীকে ঘৃণা করো
অধর্ম বলে কিছুই হয় না পৃথিবীতে
অর্থের সংকোচ হতে হতে
ধর্মের বিপরীত শব্দ বিধর্ম হয়ে দাঁড়িয়েছে

কিন্তু প্রেমটাকে তো বাঁচাতে হবে
ও বড় নরম, খরগোসের মতো তুলতুলে শরীর
দেখো, যেন কষাই এর নজর না পড়ে


২.
প্রতিবার শ্লথ হয়ে আসা ইঞ্জিনের মতো রি রি আওয়াজ করতে করতে এসেছ তুমি

আমি তাই তোমার পায়ের আওয়াজ আলাদা করে চিনে রাখতে পারিনি, যা চিনেছি তা ওই কাঁপতে থাকা ইঞ্জিনের বার্ধক্য জনিত শীতকাল।


৩.
বিনিদ্র চোখ জানে ঘুম এলেও স্বস্তি নেই
চোখের পাতায় জাল ফেলে কারা যেন ছেঁকে নেয় আমার দুঃখপোনাগুলো..


Comments

  1. দারুণ হয়েছে লেখাগুলি।

    ReplyDelete
  2. সুন্দর প্রত্যেকটি অনিকবিতা। যেন পরপর আসছে। প্রথমটায় প্রেম জাজ্বল্যমান, দ্বিতীয়টিতে প্রেম আবছা এবং শেষেরটায় প্রেমের রেশটুকু পড়ে আছে। এতে কি সময় বুঝিয়েছেন?

    দুর্দান্ত লেখাগুলি পড়ে ভাল লাগল। ভাল থাকবেন। সুস্থ থাকবেন। লিখতে থাকবেন।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

বিচ্ছেদের কবিতা

কবিতা

পাখির কাছে স্বীকারোক্তি

বিষণ্ণতার গল্প

জীবনের কবিতা

ভাঙন

আধুনিক কবিতাগুচ্ছ

প্রেমের কবিতা

বৃষ্টি কুঁড়িগুলো ফুটবে