প্রেমের কবিতা - ৮





পথের ধারাপাত




প্রেম, তুমি কেবল প্রবেশ পথেই তোরণ বসিয়েছ
প্রস্থানের পথ জঙ্গলাকীর্ণ

প্রবেশ করেছ মসৃণ, গেঁথেছ ফুলের শামিয়ানা

প্রস্থানে কাঁটাগাছ সংসারী, ঝরাপাতা উপসী পশুদের আস্তানাও মৃত

গরীবের ইষ্ট দেবতা বড় ক্রূর
                             নেউল পোষে শোবার ঘরে

ওই পথেই ফিরতে হবে
ওরা কি বিনা রক্তে  যুদ্ধ শেষ করবে?

Comments

  1. খুবই সুন্দর লেখা। আপনার ধরন থেকে একটু আলাদা। অবশ্য আপনার মত কবির ধরন বলে কিছু হয় না। আপনি সব বিষয়েই পারদর্শী।

    লেখার শুরুতে গভীর অনুভূতির ছোয়া আর শেষে গভীর অনুভব এর আগমনী সঙ্গীত।

    আপনার লেখায় মন্তব্য করার ধৃষ্টতা করলাম। ক্ষমা করবেন। দুর্দান্ত লেখা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। সুখে থাকবেন। লিখতে থাকবেন।

    ReplyDelete
  2. খুবই সুন্দর লেখা। আপনার ধরন থেকে একটু আলাদা। অবশ্য আপনার মত কবির ধরন বলে কিছু হয় না। আপনি সব বিষয়েই পারদর্শী।

    লেখার শুরুতে গভীর অনুভূতির ছোয়া আর শেষে গভীর অনুভব এর আগমনী সঙ্গীত।

    আপনার লেখায় মন্তব্য করার ধৃষ্টতা করলাম। ক্ষমা করবেন। দুর্দান্ত লেখা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। সুখে থাকবেন। লিখতে থাকবেন।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

বিচ্ছেদের কবিতা

কবিতা

পাখির কাছে স্বীকারোক্তি

বিষণ্ণতার গল্প

জীবনের কবিতা

ভাঙন

আধুনিক কবিতাগুচ্ছ

প্রেমের কবিতা

বৃষ্টি কুঁড়িগুলো ফুটবে