বাঘমুণ্ডি





বাঘমুণ্ডি


      
পাহাড় :

বই এর ভাঁজে শীত ঘুম আর বুক ছুঁয়ে তোর ঠোঁট
বিরহী পাহাড় পোষে অসুখ আর ধূসর বাঁধে জোট


ঝর্ণা :

জল ছুঁয়ে তোর পা আর তোর স্পর্শ ছুঁয়ে আমি
ওই পাহাড় জানে সব গল্প কথা,ঝর্ণাও অন্তর্যামী


বন :
শিখর জানে মৃত্যু-কথা,আজ আমিও জানি মরণ
কাছ ঘেঁষে আত্মজন তবুও কেন ব্যথিয়ে ওঠে বন



নুড়ি :

ঝরন্ত জলের শব্দে আহত নুড়িও চেনে আমার উচ্ছলতা,
তোর স্পর্শ-দৃষ্টিতে বিচ্ছিন্ন আঙুলের জোড়,নাম দিয়েছি বিহ্বলতা



ছৌ-নাচ :

পাকদণ্ডির পশ্চিম ঢাল প্রেমিক আদর-গাছ
পায়ের কাছে শীত কিত কিত্ প্রিয় ছৌ নাচ

মুখোশ গ্রাম:

প্রিয় জনের মুখ নেই, আছে কেবল কাঁপন ধরা সুখ
মুখোশ গ্রামে সবাই শিল্পী,তাদের ছত্রিশ ইঞ্চি বুক

তৃণভূমি :

বিস্তীর্ণ ঘাসফড়িং গড়িয়ে চলে,পায়ে তাদের চাকা
প্রেমিকার সুডৌল বুক যেন সবুজ সুতোয় ঢাকা




Comments

  1. অসম্ভব সুন্দর কয়েকটি অনুকবিতা। এক সুতোয় গাঁথা। প্রেম, প্রকৃতি ও শরীর এর অসামান্য মিলন।

    অন্তমিল সমেত কবিতার মধ্যে দিয়ে একেকটি বার্তা। সবথেকে ভাল লাগলো ঝর্না ও তৃণভূমি।

    এরকম আরও সুন্দর লেখা উপহার দিন। ভাল থাকুন। সুস্থ থাকুন। লিখতে থাকুন।

    ReplyDelete
    Replies
    1. অসংখ্য ধন্যবাদ। আপনার আলোচনা আমাকে অনুপ্রাণিত করে।

      Delete

Post a Comment

Popular posts from this blog

বিচ্ছেদের কবিতা

কবিতা

পাখির কাছে স্বীকারোক্তি

বিষণ্ণতার গল্প

জীবনের কবিতা

ভাঙন

আধুনিক কবিতাগুচ্ছ

প্রেমের কবিতা

বৃষ্টি কুঁড়িগুলো ফুটবে