বাংলা কবিতা - ৫

 




শীতকথা



সম্পর্ক এক উলের গোলা
বুনতে পারলে শুধু ওম না পারলে উড়ো সিঁড়ি
যুঝতে পারলে সফল দ্বীপ না পারলে বিফল চোখে অনেক দ্বীপের ছবি। এক উলের বহু কাজ, কল্পনায় ছুঁলে শোয়েটার মাফলার অথবা মোজা
যারা আধবোনা ফেলে রাখে তাদের অপচয়ের আঙুল
বিঁধে রয় শুধুই উল্টো সোজা


আমার বছর পেরিয়ে গেছে শোয়েটার বোনার উৎসাহে, হলফ করে বলতে পারি নদীর মতো আকাঙ্ক্ষা বুকে কাঁদেনি কোনো নারী
শীত একমাত্র তারাই জানে শীতল যাদের বাড়ি

ডিসেম্বরের শেষ পাতা, কুয়াশার বিনত চোখ বলেছিল, "সৎ মানুষের শীত নেই, মানুষ সৎ হলে আমি সমুদ্রের জন্যও মাফলার বুনতে পারি।"





অন্তহীন



সেই যে শীত ফুরিয়েছে 
কুয়াশারা ছুটি নিয়ে গেছে তেপান্তরের পার 
তারপর সব চুপ !
চোখ থেকে আর জল ঝরেনি,
গাছ থেকে ফল না !
আকাশ থেকে বৃষ্টিও না !
মেঠো ইঁদুর আউশ ধানের স্বাদ ভুলেছে
চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর মানুষ পচা গন্ধ |

মেয়েটা ভেবেছিল সে নির্ঘাত মরেছে
কিন্তু মৃত্যুর পর ও কেন এমন যন্ত্রণা হয়?
নাকি যন্ত্রণা থেকেই আবার জন্ম হয় ?

Comments

Popular posts from this blog

বিচ্ছেদের কবিতা

কবিতা

পাখির কাছে স্বীকারোক্তি

বিষণ্ণতার গল্প

জীবনের কবিতা

ভাঙন

আধুনিক কবিতাগুচ্ছ

প্রেমের কবিতা

বৃষ্টি কুঁড়িগুলো ফুটবে