গুচ্ছ কবিতা

 






মনের নাও


১.

ওই জানলা দিয়ে দূরে..
দু চোখে তখনও স্বপ্নলতা জুড়ে
কবিতাগুলোই আমার বহু ঝগড়ার সাথী
গাব গাছে উঠে তাই প্রায় লাগে হাতাহাতি
ভোরের কুসুম ফুটেছে ওপারে আগে
এপারে শিশির পতনের নীরবতায়
লক্ষী পেঁচা জাগে।


২.


অভাগীরা সমুদ্র মন্থনে যেও না, অমৃত তোমাদের জন্য নয়, বিষও মিলবে না জেনে রেখো! তোমাদের জন্য শুধু অদৃশ্য পিতলের হাঁড়ি আর তার ভিতর আধপোড়া ছাই।


৩.

মাতৃভাষা ভালো করে রপ্ত হওয়ার পর সেই ভাষা সাজিয়েই বানিয়ে নিয়েছিলাম আশ্চর্য এক প্রলেপ। কিভাবে বানিয়েছিলাম তার সূত্র আজ মনে নেই। ছোটো থেকে বড় হয়েছি, আমার প্রলেপের ক্ষমতা অকল্পনীয় ভাবে বেড়ে গেছে। দূর দূর অবধি মানুষ আমাকে চিনেছে শুধু ভালো কথা বলতে পারি বলে, কথার আবার ভালো মন্দ কি? আসলে অনুভূতির ইশারা, শব্দের অনুরণনগুলো আমি চিনতে শিখেছি ঠিকঠাক এবং স্বরতন্ত্রীর প্রতিটা কম্পনের জন্য বুনে দিয়েছি পশমের শোয়েটার।


থমকে গেছে যে স্রোত তার নাম বদলে দাও

ঘুমিয়ে গেছে যে বন তার সিঁথিতে বিলি কাটো

জুড়িয়ে গেছে যে চা তার নাড়ি পরীক্ষা করে দেখো

আয়ু শেষ হয়েছে কি না! এভাবেই শেখো

এভাবেই শিখতে হয়।



                                    

Comments

Popular posts from this blog

বিচ্ছেদের কবিতা

কবিতা

পাখির কাছে স্বীকারোক্তি

বিষণ্ণতার গল্প

জীবনের কবিতা

ভাঙন

আধুনিক কবিতাগুচ্ছ

প্রেমের কবিতা

বৃষ্টি কুঁড়িগুলো ফুটবে