বিরামচিহ্ন

 বিরামচিহ্ন


সেদিন সংক্রান্তি ছিল, আলো আবছা হওয়ার পর শব্দতরঙ্গে মিলিয়ে গেল শাঁখের ফুঁ। বনতুলসি বলল, "তুমি পবিত্র নারী তাই তোমাকে আমি গাছ বলেই ডাকবো" আমি সম্মতিসূচক ঘাড় নাড়লাম, আসলে মনে মনে অঙ্ক কষছিলাম, সব গাছেরই তো শাখাপ্রশাখা থাকে, আমার মতো কজন আর এক ডালে বাঁচে! সব ঘরেই উৎসব হয় তাই বলে সব উৎসব কি আর সব ঘরে কুলোয়? তুলসি তলায় প্রসাদ খেতে আসা লাল পিঁপড়েটা শুনে নিয়েছিল মনের কথা আহার ফেলে বলল, "অনন্ত এ পথ চলা, সব স্মৃতিই একদিন আবছা হয়"


যে যাই বলুক আমি জানি, রোজকার এই চলমান পৃথিবীতে তার মুখ এক মুহূর্ত হলেও বিরাম চিহ্ন এঁকে দেয়!



সীমা ঘোষ দে

Comments

Popular posts from this blog

বিচ্ছেদের কবিতা

কবিতা

পাখির কাছে স্বীকারোক্তি

বিষণ্ণতার গল্প

জীবনের কবিতা

ভাঙন

আধুনিক কবিতাগুচ্ছ

প্রেমের কবিতা

বৃষ্টি কুঁড়িগুলো ফুটবে