অশ্রুলতা

অশ্রুলতা


বাঁধের গায়ে কোপ

বাঁধ ভেঙে যায় অচিরে

আমি গোপন করি চোখ, আগলে রাখি ঢেউ

পাছে কোদালের দৃষ্টি পড়ে অশ্রুলতার 

পবিত্রতা নষ্ট হয়।




রক্ত পাথর


রক্তকে জমাট বাঁধতে দিলে তার শোভা প্রবালকেও হার মানায়। আমার কন্ঠে যে হার দেখে তুমি অভিভূত হয়েছিলে প্রথমবার, বলেছিলে সুন্দর! সে তো প্রবাল নয় রক্তপাথর।

সীমা ঘোষ দে

Comments

Popular posts from this blog

বিচ্ছেদের কবিতা

কবিতা

পাখির কাছে স্বীকারোক্তি

বিষণ্ণতার গল্প

জীবনের কবিতা

ভাঙন

আধুনিক কবিতাগুচ্ছ

প্রেমের কবিতা

বৃষ্টি কুঁড়িগুলো ফুটবে