বৃষ্টি, নদী আর ঘাসফড়িং

বৃষ্টি নদী আর ঘাসফড়িং



 বৃষ্টি আর নদী দুজন চিরকালের বন্ধু। রাত গভীর হতেই বৃষ্টি ঘুমিয়ে পড়লো। ওর ঘাসের বিছানা পাতা তাই ঘুম এলো সহজে। নদীও ক্লান্ত ভীষণ, ঘুমিয়ে পড়লো চেনা অববাহিকায়‌। বৃষ্টি কথা রেখেছে ছুঁয়েও দেখেনি নদীর বুক, টেনে দেয়নি ঘুমন্ত নদীর গায়ে ছাপা ফুলের চাদর।নদীকে দিন-রাত  বইতে হয় সংসারের জল তাই তার রাতই আসে দুচোখে ঘুম নিয়ে। বৃষ্টি ঘুমালো, নদী ঘুমালো। কিন্তু অলক্ষে একটা ঘাস ফড়িং জেগে ছিল ওর ঘুম এলো না ! ঘাসের শাখাপ্রশাখায় সে উড়ে বেড়ালো, ফুলে ফুলে ঘুরে বেড়ালো সারারাত, খুব পরিশ্রম করলো তবুও ঘুম এলো না কিছুতেই। ঘাস ফড়িংটা জানে যাদের সহজে ঘুম আসে তাদের ওপর ভাগ্য দেবতা প্রসন্ন।


Comments

Popular posts from this blog

পাখির কাছে স্বীকারোক্তি

বিচ্ছেদের কবিতা

ভাঙন

বিষণ্ণতার গল্প

কবিতা

আধুনিক কবিতাগুচ্ছ

লক্ষ্মী ঝাঁপির ধান

গুচ্ছ কবিতা

প্রেমের কবিতা